পিটার হাসের সঙ্গে সাকিবের পুত্র-কন্যার খুনসুটি
বল করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বেস বলের ব্যাট হাতে সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তার নাম ও ৭৫ নাম্বার খচিত একটি জার্সি উপহার দিয়েছেন পিটার হাসকে। মার্কিন রাষ্ট্রদূত সেই জার্সি গায়ে খেলছেন সাকিবের সঙ্গে। সাকিবের পরনেও হাসের দেয়া টিশার্ট ও ক্যাপ।
মূলত সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্যই সাকিব সপরিবারে সেখানে। বিশ্বসেরা অলরাউন্ডার সঙ্গে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান উপস্থিত ছিলেন। হাসকে সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও দ্বিতীয় মেয়ে ইরাম হাসানের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায়।
সাক্ষাৎ শেষে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসের সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছেন। আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূতকে।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন টাইগার অধিনায়ক।