অবশেষে ভারতের ভিসা পেলো পাকিস্তান
অবশেষে ভারতের ভিসা পেলো পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ খেলার জন্য তাদের আবেদন মঞ্জুর করেছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে তথ্য।
এতে বলা হয়, আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) দুবাই হয়ে ভারতে পা দেয়ার কথা বাবর আজমদের। ৪৮ ঘণ্টা আগেও ভিসা না পেয়ে ক্ষুব্ধ হয়ে আইসিসির দ্বারস্ত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভিসা পেতে বিলম্ব হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে টিম বন্ডিং সেশনের পরিকল্পনা বাতিল করে পিসিবি। পরে আইসিসি কাছে লিখিতভাবে বিষয়টি উপস্থাপন করে তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভারত সরকারের সবুজ সংকেত পেলো পাক ক্রিকেট দল।