আর্কাইভ থেকে ক্রিকেট

মধ্যরাতে বিসিবি বসের বাসায় সাকিব-হাথুরুর মিটিং

আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসরটির জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে। রাত পেরোলেই ঘোষিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল।

তবে শেষ সময়ে এসেও সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব আবারও আলোচনায়। বিশ্বকাপের প্রসঙ্গে দুই তারকা ক্রিকেটারের মতের অমিল আবারও বিপাকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

গণমাধ্যমের তথ্য মতে, বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে আসন্ন বিশ্বকাপে ৫ ম্যাচ খেলতে চেয়েছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার।

তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তাদের সঙ্গে।

সেই আলোচনায় মেলেনি সমাধান। যে কারণে দিন পেরিয়ে সোমবার রাতে আবারো পাপনের বাসভবনে চলছে আলোচনা। জানা গেছে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যে আলোচনা শুরু হয় রাত এগারোটার পর থেকেই। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়েছেন সাকিব আল হাসান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন