গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত
গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ভিন্নমত দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, বিরোধী দল ও ব্যক্তিত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ওপর প্রযোজ্য।
স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
এসময় মিলার বলেন, আমাদের নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, ব্যক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ওপর।
এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হওয়া গণমাধ্যমের ওপরও ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন। রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব বলেন পিটার হাস।