কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
প্রেমিকার ওপর অভিমান করে কীটনাশক পানে আসিফ হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর লালবাগের হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন জুয়েলের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আসিফ বুটিকের কাজ করতেন। বেশ কিছুদিন হয়েছে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আজ সকালের দিকে মোবাইলে তাদের দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে রুমে গিয়ে কীটনাশক পান করেন আসিফ। এ সময় অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
জুয়েল জানান, আসিফের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরে। বর্তমানে হাজারীবাগের কাজিরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।