শুরুতেই ৩ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৮ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান ও জাকির হাসান। এরপর কিছুটা আশা দেখিয়ে দলীয় ৩৫ রানের মাথায় ১৮ রান করে আউট হন তৌহিদ হৃদয়। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেছেন আজকের ম্যাচে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। মুশফিককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত অপরাজিত ৩৪ রানে আর মুশফিকের সংগ্রহ ১১ রান।