আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের খারকিভে রুশ সেনাদের প্রবেশ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রুশ সেনারা। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে এ তথ্য জানান।

ওলেগ সিনেগুবভ জানান, শহরে রুশ সামরিক যান প্রবেশ করেছে। খবর বিবিসি।

তিনি জানান, রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।

ওলেগ সিনেগুবভ জানান, বাড়ির বাইরে বের হবেন না। শত্রুদের সরিয়ে দিতে কাজ করছে ইউক্রেনের সেনারা। বেসামরিক মানুষকে রাস্তায় না বেরোনোর জন্য বলা হয়েছে।

তার বক্তব্যের আগে একটি ফুটেজে দেখা গেছে, কিছু রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি শহর রাশিয়ার দখলে চলে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম।

জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন।

 

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন