আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপের আগে পিছিয়ে গেলেন সাকিব

বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান, বিপরীতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর।

আজ (বুধবার) আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শান্ত বড় লাফ দিয়েছেন। ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়েছেন এই বাঁ-হাতি ক্রিকেটার। উঠে এসেছেন ৭৪তম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫।

অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা সাকিব নেমে গেছে একধাপ নিচে। ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন ৩৬-এ। তার অর্জিত রেটিং পয়েন্ট ৫৯১। একইসঙ্গে সর্বশেষ সিরিজে একটি ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান অপরিবর্তিত। তালিকায় ২১ নম্বর অবস্থান নিয়ে বাংলাদেশের হয়ে সবার শীর্ষে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন