রাশিয়ার হয়ে ফের যুদ্ধক্ষেত্রে ওয়াগনার বাহিনী
ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে আবারো যুদ্ধক্ষেত্রে নেমেছে বিমান দুর্ঘটনায় নিহত ইয়েভগেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনার গ্রুপের সদস্যরা। রুশ অধিকৃত ইউক্রেনের দনবাস অঞ্চলে তাদের যুদ্ধ করতে দেখা গেছে।
স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগের উপপ্রধান সেরহি শেরেভাতি এ দাবি করেন।
কিয়েভের এই শীর্ষ এই সামরিক কর্মকর্তা জানান, কয়েকশ ওয়াগনার সেনাকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করতে দেখা গেছে।
ওয়াগনার সদস্যরা যুদ্ধক্ষেত্রে নিজেদের লুকাচ্ছে না দাবি করে শেরেভাতি ওই সাক্ষাতকারে আরো বলেন, তারা (ওয়াগনার যোদ্ধা) আমাদের সেনাদের ভয় দেখাবে এবং এ থেকে আরও একটি বিষয় প্রমাণিত হয় তারা আরও রক্তলোলুপ হয়ে উঠেছে।
ইউক্রেনের এই সেনা কর্মকর্তা বলেন, ‘ওয়াগনারের যেসব সেনা বেশি ভাগ্যবান, তাদের আফ্রিকায় পাঠানো হয়েছে। কারণ সেখানে টাকার পরিমাণও বেশি। আর তুলনামূলক কম ভাগ্যবানদের আবারো ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি জানান, দনবাসের রণক্ষেত্রে আবারো ওয়াগনার যোদ্ধারা ফিরে এসেছে বলে কিয়েভের যোগাযোগ বিভাগ ও গোয়েন্দা ইউনিট নিশ্চিত করেছে।