বিশ্বকাপে নিজ্জর হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি খালিস্তানি নেতার
কানাডাপ্রবাসী হরদীপ সিং নিজ্জর হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন এক খালিস্তানি নেতা । কানাডায় অবস্থানরত পান্নু নামের ওই নেতা বলেছেন, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ চলাকালে এই বদলা নেওয়া হবে। সম্প্রতি এক বার্তায় ভারতের নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) এর পান্নু নামে এক নেতা ওই হুমকি দেন।
ওই বার্তায় তিনি জানান, নিজ্জর হত্যার বদলা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণা ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নেওয়া হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
সম্প্রতি কানাডায় অবস্থানরত পান্নু নামের ওই খালিস্তানি নেতার বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইংরেজিতে দেওয়া সেই বার্তায় পান্নু বলেন, ‘আগামী ৫ অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট নয় বরং শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’
একই ভিডিওতে পান্নু আরও বলেন,‘আমরা শহীদ নিজ্জরের হত্যার বদলা নেব। আমাদের ব্যালট হবে তোমাদের বুলেটের জবাব।’
বিশ্বকাপের আগ মুহূর্তে এমন হুমকি নিশ্চয় ভালোভাবে নিচ্ছে না কেউই। আপাতত দৃষ্টিতে অনেকটা দুঃশ্চিন্তায় রয়েছে সবাই। সেই লক্ষ্যে বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামগুলোর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিবি) ও ভারতীয় প্রশাসন।