আর্কাইভ থেকে জাতীয়

যুক্তরাষ্ট্রেই আছেন জয়, উদযাপন করলেন মায়ের জন্মদিন

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে মা শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন তিনি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সোয়া ৫টার দিকে মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সজীব ওয়াজেদ জয়।

 

ওই পোস্টে তিনি লিখেছেন, ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।

এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন তিনি।

উল্লেখ্য, গেলো কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, জয় যুক্তরাষ্ট্রে নেই। তাকে সেদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি যে যুক্তরাষ্ট্রেই আছেন, সেটি ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে জানান দিলেন জয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন