নিজের আইফোন হারিয়ে ফেলেছেন রোহিত!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগের দিন অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন এবং ম্যাচের প্রস্তুতি নিতে নেট সেশনে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা। এরই একফাঁকে তিনি হারিয়ে ফেলেন তার আইফোন।
স্থানীয় সংবাদমাধ্যম গুজরাট সমাচার জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন নেট সেশন শেষে রোহিত টের পান, তাঁর মুঠোফোনের হদিস নেই। এ নিয়ে খোঁজাখুঁজি চললেও পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্থানীয় পুলিশের কাছে কোনো অভিযোগও করা হয়নি।
ভারত ক্রিকেট দল এরই মধ্যে রাজকোট ছেড়ে চলে এসেছে। রোহিতের আইফোন পাওয়া গেছে কি না, সে খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, রোহিতের ফোন চুরি হওয়ার চেয়ে কোথাও হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। কারণ, ‘ভুলোমনা’ হিসেবে রোহিতের ‘খ্যাতি’ আছে।