গোল করে বার্সেলোনাকে জেতালেন রামোস
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে সের্হিও রামোস জানিয়েছিলেন, এই ম্যাচে গোল করতে চান। তার ইচ্ছা পূরণ হয়েছে ঠিকি, তবে দুর্ভাগ্যজনকভাবে রামোসের গোলটি ছিল নিজেদের বিপক্ষেই, অর্থাৎ আত্মঘাতী গোল।
শুক্রবার রাতে সাবেক মাদ্রিদ কিংবদন্তির আত্মঘাতী গোলেই জয় পেয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের হেড ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান রামোস।
এই জয়ে ১-০ গোলের ম্যাচ জিতে জিরোনাকে দুইয়ে পাঠিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা।
জয়টা বড় ব্যবধানে না এলেও এই ম্যাচে দলের খেলা নিয়ে আনন্দিত বার্সা কোচ জাভি। তিনি বলেছেন, ‘আমরা সেল্টার বিপক্ষে ভালো ছিলাম না। খেলা ও আগ্রাসী মনোভাব—কোনো দিক থেকেই ভালো করিনি। তবে আজ আমি সন্তুষ্ট। চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নামার আগে আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি বলেও মনে করি। আমরা ভালো খেলেছি।’