আর্কাইভ থেকে ফুটবল

পেনাল্টি মিসের পর হিলালকে জেতালেন নেইমার

সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল আল হিলাল। কিন্তু পেনাল্টিটা মিস করে বসেন নেইমার। তবে এই ম্যাচে শুধু পেনাল্টিটাই মিস করেছেন নেইমার। এ ছাড়া তাঁর পারফরম্যান্স ছিল বেশ ভালো।

 

শুক্রবার রাতে নেইমারের নেয়া কর্নার থেকে ৬৮ মিনিটে কালিদু কুলিবালি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর তিনি আরও ৩টি ভালো সুযোগও তৈরি করেছিলেন। ৮ মিনিট পর আল হিলালের হয়ে দ্বিতীয় গোল করা মিত্রোভিচের লক্ষ্যভেদের কারিগরও নেইমার।

নেইমারের জোড়া অ্যাসিস্ট থেকে গোলের পর আল শাবাবের বিপক্ষে ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।

এ সম্পর্কিত আরও পড়ুন