প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে যা জানালো বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে আচমকা ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না এমন একটি শঙ্কাও তৈরি হয়েছিল।
তবে, আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়কের ইনজুরি ততটা গুরুতর নয়। প্রথম ম্যাচেই খেলতে পারবেন তিনি।
আরও পড়ুন: পেনাল্টি মিসের পর হিলালকে জেতালেন নেইমার
দেশের এক অনলাইন সংবাদমাধ্যমকে সুজন জানান, ‘সাকিবের ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিলো। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’