ভাতিজার আঘাতে চাচা নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিন (৭০) নিহত হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার (ওসি) শহিদুল ইসলাম।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের জমি জমা সংক্রান্ত জের ধারে ভোর ৫ টার দিকে কথা কাটাকাটি ও ঝগড়া বেধে যায়। এর এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। ঘটনা ঘটার পর থেকেই ভাতিজা জালাল উদ্দিন পালাতক রয়েছে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
এএম/