ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ প্রাণ গেলো ৩ জনের
ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসের শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৯ জন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু হয়।
গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৩ জন ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে দুই মাস বয়সী আলসামী নামে এক শিশু রয়েছে। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের সাইদুর রহমান-সুলতানা বেগম দম্পতির সন্তান। আলসামীর বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সামী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো ২৯ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে এ হাসপাতালে ভর্তি হয় এবং ৩০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে মারা যায়।
মৃত অপর দুইজন হলেন- ফরিদপুরের সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মন্ডলের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও রাজবাড়ীর পাংশা উপজেলার কামাল হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে ১১ হাজার ৪৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে।