আর্কাইভ থেকে দেশজুড়ে

দশ টাকায় ব্যাগভর্তি বাজার

নরসিংদীতে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন শহরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য প্রতীকী মূল্য দশ টাকায় ব্যাগভর্তি বাজারের আয়োজন করেছে।

রোববার (১ অক্টোবর ) দুপুর ১ টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ উপস্থিত ছিলেন।

এতে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি মশুর ডাল, এক টাকায় এক কেজি আটা, এক টাকায় এক কেজি লবণ, তিন টাকায় এক কেজি চিনি, দুই টাকায় এক ডজন ডিম, দুই টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগী সহ প্রায় ২৫ টি আইটেম। ২৫ টি নিত্য প্রয়োজনীয় পণ্যে সাজানো নির্বাচিত আড়াইশ জন অসচ্ছল মানুষ প্রত্যেকে ১০ শ টাকা সমমূল্যের প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। এতে ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি গরিবরা।

বাজার করতে আসা একজন লাইলি বেগম বলেন, ১০ টাকা নিয়ে বাজার করতে এসেছি। ৫ টাকায় মুরগি, ২ টাকায় ডাল, ২ টাকায় এক ডজন ডিম ও ১ টাকায় লবণ কিনেছি। এমন কম দামে বাজার করতে পেরে আমি অনেক খুশি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ফারুখ আহমেদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন৷ আয় ব্যয়ের হিসাব মেলাতে অনেকের কষ্ট হয়ে গেছে। এমন সব মানুষের জীবনে সামান্য স্বস্তি ফেরাতে নরসিংদী জেলায় এবার এই আয়োজন করেছি আমরা।'দুই মিনিটে বাজার' শিরোনামে এই বিশেষ বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল ডাল ডিম ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়েছে।

আয়োজনের উদ্বোধক জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, জেলা প্রশাসন এই ধরনের আয়োজনকে সবসময় স্বাগত জানায়। যারা এই ধরনের আয়োজন করতে চাই, তাদের পাশে জেলা প্রশাসন থাকবে। বর্তমান সময়ে বাজারদর নিয়ন্ত্রণ করতে সরকার কাজ করছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন