আর্কাইভ থেকে দেশজুড়ে

বাসি-পচা মাংস ফ্রিজে মজুত, মুঘল কাবাবকে জরিমানা

মুঘল কাবাব হাউজ নামে একটি রেস্টুরেন্টের রান্না ঘরে বাসি-পচা মাংস ফ্রিজে মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ওই রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে রেস্টুরেন্টটির রান্না ঘরে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লেবেলবিহীন খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্যসহ নানা অপরাধে রেস্তোরাঁর অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়। পরে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

ম্যাজিস্ট্রেট গণমাধ্যমে বলেন, রেস্তোরাঁটির ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লেবেলবিহীন খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্যসহ নানান অপরাধে রেস্টুরেন্টটির অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন