‘বিগ বস’খ্যাত অভিনেত্রীকে চুল ধরে টান, রাস্তায় প্রকাশ্যে মারধর!
ভারতের রাজধানী নয়া দিল্লিতে কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কর্মী-সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী অর্চনা গৌতম। কংগ্রেসের কিছু কর্মী সমর্থক অর্চনার চুল ধরে টেনে প্রকাশ্যে মারধর করেন৷ ইট তুলেও তাকে কেউ কেউ মারতে যান৷ মারধরের হাত থেকে বাদ যাননি তাঁর বৃদ্ধ বাবাও৷
টেলিভিশনের পরিচিত মুখ হলেও কংগ্রেস দলের রাজনৈতিক কর্মী হিসাবে নিজের আলাদা একটা ইমেজ রয়েছে অর্চনার। সম্প্রতি একটি বিল পাশ হওয়ায় কংগ্রেসের সভাপতি এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানাতে বৃদ্ধ বাবাকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন অর্চনা। দলে নিজের তৈরি করা জায়গা খোয়াতে চান না বলে কংগ্রেসের দফতরে গিয়েছিলেন তিনি। সেখানেই হেনস্তার শিকার হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দিল্লিতে কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাবার সঙ্গে প্রবেশ করছেন অর্চনা। কিন্তু পার্টি অফিসে ঢোকার মুখেই তাদেরকে বাধা দেওয়া হয়। হঠাৎ করে তাদের ওপর হামলা করে বসেন কংগ্রেসের বেশ কিছু কর্মী ও সমর্থক। ইট তুলেও মারতেও যান কেউ কেউ। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে গিয়েছেন অর্চনার বৃদ্ধ বাবা। তার জন্য চিৎকার করে জল চাইছেন অর্চনা। কিন্তু দলীয় কর্মীরা সবাই মিলে রীতিমতো মারধর করছেন অর্চনা ও তার বাবাকে। তবে ভরদুপুরে এভাবে হেনস্তার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়৷
টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মহিলা বিল পাশের সাফল্যের জন্যই দলের সভাপতি মল্লিকার্জুন এবং উত্তর প্রদেশ শাখা কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে অভিনন্দন জানাতে কার্যালয়ে এসেছিলেন৷ কিন্তু পার্টি অফিসে প্রবেশ করাতো দূরে থাক, গেটের মুখেই নজিরবিহীন হামলার মুখে পড়েন তিনি৷
প্রসঙ্গত, গত বছর টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৬তম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম।মডেল হওয়ার পাশাপাশি কংগ্রেস করতেন অর্চনা। সেই দলের কর্মীদের হাতেই এভাবে হেনস্তা হলেন অর্চনা।
বিগ বসের ঘরে অন্যান্য সদস্যদের পাশাপাশি তিনিও বিনোদনের রসদ জুগিয়েছিলেন। স্বয়ং বলিউড সুপারস্টার সালমন খানও স্বভাবের জন্য তাকে পছন্দ করতেন।
বিগ বস শেষ হওয়ার পর ‘খতরো কি খিলাড়ি’ রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন অর্চনা। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় বিনোদনের অন্যতম মুখ হয়ে উঠছেন অর্চনা। এই কারণেই কি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন অর্চনা। ভিডিও ভাইরাল হতেই উঠছে একাধিক প্রশ্ন!