ধামরাইয়ে শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে আলামিন হোসেন নামে এক কারখানার শ্রমিকের পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিমেরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত বায়ান্ন টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আলামিন হোসেন ধামরাই উপজেলার সদর ইউনিয়নের বড় ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে একমি ল্যাবরেটরি নামক একটি ওষুধ কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অফিস থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি আলামিন।পরিবারের লোকজন তাকে রাতভর খোঁজাখুঁজি করেও পায়নি। আজ সকালে বাড়ির পাশের নিমের টেক বিলের মধ্যে পুকুরে আলামিনের মরদেহ ভাসতে দেখে পথচারীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় আলামিন অর্ধ-বিবস্ত্র অবস্থায় ছিল।
ধামরাই থানার ওসি হারুন অর রসিদ বলেন, সকালে আলামিন হোসেন নামের এক কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এএম