আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আগ্রাসনের অষ্টম দিন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জানিয়েছে জাতিসংঘ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক লুইস গুডাল জানান, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিলো ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি একটি টুইটার পোস্টে বলেছেন, মাত্র সাত দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে ১০ লাখ শরণার্থীর প্রস্থান দেখেছি।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম পাঁচ দিনে ২২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনে আরও ৫২৫ বেসামরিক লোক আহত হয়েছেন।

গেলো সোমবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধবিরতিতে আসতে বেলারুশে প্রথমবার আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধই দল। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন