রোনালদো ও তালিসকার জোড়া গোলে জিতলো আল নাসর
এএফসি চ্যাম্পিয়নস লিগে ম্যাচে ইস্তিকললের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় পেলো আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা, অপর গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোমবার রাতে খেলার শুরু থেকে বল পজিশন কিংবা আক্রমণ সব দিক থেকেই এগিয়ে থাকে আল নাসর। তবে গোল পাওয়ার বদল প্রথমার্ধের শেষ সময়ে উল্টো গোল হজম করে বসে তারা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৬৬ তম মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা রোনালদো। এরপর মাত্র ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা।