আর্কাইভ থেকে বাংলাদেশ

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা নিয়ে বিশ্বনেতারা যা বললেন

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার পর দখল করে নিয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সামরিক তৎপরতা বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ ঘটনা শুধু ইউরোপ এবং ইউক্রেনের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এ ধরণের ঘটনা পুরো ইউরোপকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর রাশিয়ার হামলা গুরুতর একটি বিষয়।

বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী বলেছেন, এটা বিশ্বাস করা খুব কঠিন যে রাশিয়ার সৈন্যরা এ কাজ ইচ্ছাকৃত করেনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন।

টুইটারে এক বার্তায়ট্রুডো জানান, বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে তার কথা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন