আজ মাশরাফির জন্মদিন
বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা। আজ ৫ অক্টোবর ৪০তম বসন্ত পেরিয়ে ৪১তম বসন্তে পৌঁছে গেলেন নড়াইল এক্সপ্রেস। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি।
নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেছিলেন এ কিংবদন্তি ক্রিকেটার। মাতামহ ডাকনাম রাখেন কৌশিক। তিনি নড়াইলে এই নামেই বেশি পরিচিত। নানি-মামাদের কোলে-পিঠেই বড় হয়েছেন। মাশরাফির বাবা গোলাম মর্তুজা ও মা হামিদা মর্তুজা।
বাংলাদেশে ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। যার অবদানেই দেশের ক্রিকেট আজকের অবস্থানে। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন ম্যাশ।
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়। মাশরাফির জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর একই দিনে মাশরাফি বিন মুর্তজা ও সুমনা হক সুমির ঘরে দ্বিতীয় সন্তান জুনিয়র মাশরাফি পুত্র সাহেল মুর্তজার জন্ম হয়। সাহেল রাজধানী ঢাকার একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছেন।
কাকতালীয়ভাবে একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াতে পরিবারে যেমন বাড়তি আনন্দের বাতাস বয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানাতে ঝড় ওঠে।
বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। নড়াইল এক্সপ্রেস খ্যাত তারকা পেসার সর্বমোট লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৩১০ আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটের এই তারকা মাশরাফি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।