তারকা দম্পতির বিচ্ছেদে সরগরম মিডিয়া পাড়া
সম্প্রতি সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ দুই দশকের সংসার ভাঙার খবর আবারও সামনে আসলে মিডিয়া পাড়া সরগরম হয়ে উঠে। তারকা দম্পতির বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ সরাসরি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দীর্ঘ সময় তাদের মাঝে বুঝাপড়া ভালো না হওয়া থেকেই এই বিচ্ছেদ। নিজেদের দাম্পত্য জীবনের নানা ঘটনা ভক্তদের সাথে ভাগাভাগির পাশাপাশি অন্য তারকা দম্পতিদের নিয়েও মন্তব্য করেন এই তারকা।
তবে সুনির্দিষ্ট কারো ব্যাপারে মন্তব্য করেননি। তিনি বলেন, অনেক তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি।তিনি বলেন, যাদের ভেতরটা ক্ষতবিক্ষত বাহিরটা চাকচিক্য রঙিন। ভালো না থাকার হা হা কারের অত্মচিৎকার।তারা একসঙ্গে হাসছে, খেলছে, ঘুরছে–ফিরছে কিন্তু তাদের ভেতর যে কতটা তোলপাড়, সেটা কেউ জানে না।তাদের জন্য অনেকেই দোয়া করছেন, বলছে সুখী পরিবার। এটা দর্শকদের জন্য বলছি। আমার জায়গা আমি স্ট্রংলি। তবে তিনি কোন তারকা দম্পতির কথা বলছেন সেটি অস্পষ্ট।
দুজনের পক্ষ থেকে কোনো সম্পর্ক না টিকলে সেটা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না।এক সাথে থাকতে হলে অনেক মিথ্যা বলতে হবে মানুষের সামন,ক্যামেরার সামনে।বাধ্য হয়ে এই সম্পর্কে থাকতে চাননি এই অভিনেত্রী।তাই এসন সিদ্ধান্ত নিতে বাধ্য এই তারকা দম্পতি।২০২১ সালে তানিয়া ও টুটুলের বিচ্ছেদ হয়।জানা গিয়েছিল,বিচ্ছেদের আট মাস পর টুটুল শারমিনকে বিয়ে করেন।
সেই সময় টুটুল গণমাধ্যমে বলেছিলেন, তানিয়ার সঙ্গে আমি পাঁচ বছর সেপারেট ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।
গেলো বৃহস্পতিবার তানিয়ার অভিযোগের বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে। তিনি দেশের বাইরে আছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। শিগগিরই এ বিষয়ে তিনি তার মন্তব্য জানাবেন।