আর্কাইভ থেকে বাংলাদেশ

দুই মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ১০১২টি প্রাণ

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ঘটে যাওয়া সড়ক দূর্ঘটনার উপর প্রতিবেন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

আজ শনিবার (৫ মার্চ) গণমাধ্যমে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগঠনের দেয়া প্রতিবেদন অনুযায়ী এ দুই মাসে দেশে ৮৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এক হাজার ১২ জন নিহত এবং এক হাজার ১৪৬ জন আহত হয়েছেন। 

এর মধ্যে ৩৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৪০৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৮২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২ দশমিক ২১ শতাংশ। দুর্ঘটনায় ২০২ পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৯৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১৪৭ জন, যা ১৪ দশমিক ৫২ শতাংশ।

একই সময়ে ১২ নৌ-দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। ২৬ রেল দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন