আর্কাইভ থেকে বাংলাদেশ

‘নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনিটরিং’

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাজার মনিটরিং করছে। পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে। বিশ্ব পরিস্থিতির কারণে সয়াবিন তেলের দাম বাড়ছে। ভোজ্য তেল আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায়, তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, বর্তমানে মোটা চালের দাম কিছুটা বাড়লেও সরু চালের দাম নিয়ন্ত্রণে আছে। কয়েক মাস আগে অতিবৃষ্টির কারণে কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বতর্মানে সবজীর বাজার দর কিছুটা বেশি। 

তিনি আরও বলেন, ক্ষমতায় আসতে হলে তাদের অবশ্যই জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। বিএনপি সব সময় ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। সবসময় নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন