আর্কাইভ থেকে দেশজুড়ে

একুশে পদক পাওয়ায় লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবি এসএম আব্রাহাম লিংকনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘একুশে পদক ২০২২’ প্রদান করায় তার নিজ জেলায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে কুড়িগ্রাম নাগরিক সংবর্ধনা কমিটি।

এসময় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদের ডিন ড.তুহিন ওয়াদুদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সরকারি কলেজের উপাধ্যক্ষ মির্জা মো:নাসির উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু,এনজিও এসোসিয়েশনের (কেনা) সাধারণ সম্পাদক মানিক চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজন। 

শেষে পদকপ্রাপ্ত লিংকনকে কুড়িগ্রাম প্রেসক্লাব,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন কলেজসহ সাংস্কৃতিক ও  অন্য সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার প্রায় ২ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন