সাকিবের ৩, আফগানিস্তানের ৬
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে মারমুখী হয়ে উঠে আফগানিস্তান। সেই রানের গতি কিছুটা মন্থর করে দেন সাকিব আল হাসান। নবম ও ষোলতম ওভারে তুলে নেন ইব্রাহীম জাদরান ও রহমত শাহকে।
সাকিবের জোড়া শিকারের পর দুই ওভারে দুই উইকেট সংগ্রহ করলেন মেহেদী মিরাজ ও মোস্তাফিজুর রহমান। ২৫ তম ওভারে ৩৮ বলে ১৮ করা আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে ফিরিয়ে দেন মিরাজ। এর পরের ওভারে ৬২ বলে ৪৭ রান করা ওপেনার রহমুনুল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মোস্তাফিজ।
১১২ রানে ৪ উইকেট হারানো আফগান শিবিরে আবার আঘাত হানেন সাকিব। নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে তুলে নেন নিজের তৃতীয় উইকেট।
২৮.৪ ওভার শেষে ১২২ রানে ৫ উইকেট হারানো আফগানিস্তান।