তেড়ে আসা আফগানদের টুঁ'টি চে'পে আটকে দিল বাংলাদেশ
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই তোলে ৪৭ রান। তবে শুরুতে রান তোলার সেই গতিতে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। এরপর মিরাজ, মোস্তাফিজ, তাসকিন, শরিফুল সবাই চড়াও হন আফগান ব্যাটারদের উপর।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান তুলে গুটিয়ে গেছে আফগানিস্তান। অর্থাৎ জিততে হলে ১৫৭ রান করতে হবে টাইগারদের। বোলিংয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স। এর আগে ২০১১ সালে নেদারল্যান্ডসকে ১৬০ রানে অলআউট করেছিল টাইগাররা। অবশ্য ২০১৫ বিশ্বকাপে এই আফগানিস্তানকে ১৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ।