টস হেরে ফিল্ডিংয়ে ভারত
বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে রোহিত শর্মার দল।
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া একে অপরের সঙ্গে ১২বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে মাত্র ৪টিতে জিতেছে ভারত। বাকি ৮টি ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।