মেসিও বাঁচাতে পারলেন না ইন্টার মায়ামিকে
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই হয়তো মায়ামির সমর্থকরা আশায় বুক বেধে ছিল এবার খেলবে মেসজর লিগ সকারের প্লে অফে। তবে সেই আশা পূরণ করতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক।
সিনসিনাটির কাছে ১-০ গোলের হারে শেষ হয়ে গেছে মেজর লিগ সকারে প্লে অফ খেলার স্বপ্ন।