এ কোন ঝামেলায় জড়ালেন প্রিয়াঙ্কা!
সুখেই সংসার করছিলেন, আচমকাই ছন্দপতন! এই ছন্দপতনে আবার জড়িয়ে গেছেন ‘দেশি গার্ল’খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জানা গেছে, বিবাহবিচ্ছেদ হতে চলেছে বিখ্যাত পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের। কানাঘুষোয় শোনা যাচ্ছে ভাসুরের ঘর ভাঙার কারণে বেশ চিন্তায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
গেলো মাসের প্রথম দিকে সমাজমাধ্যমের পাতায় এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেন জো ও সোফি। প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছিল, জীবনযাপনের পার্থক্য ও সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রাক্তন যুগল।
[caption id="attachment_191049" align="alignnone" width="1024"] অভিনেত্রী সোফি টার্নার ও পপ তারকা জো জোনাস[/caption]
পরে অবশ্য প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। জোনাস পরিবারের জটিল সমীকরণে নিক-প্রিয়াঙ্কা জুটির সঙ্গে পাল্লা দিতে গিয়েই নাকি সম্পর্ক ভেঙেছে সোফি-জোয়ের।
‘জোনাস ব্রাদার্স’-এর তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় কেভিন জোনাস ও সবচেয়ে ছোট নিক জোনাস। কেভিনের ভাই ও নিকের দাদা হলেন জো। তিন ভাইয়ের আলাদা সংসার। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে খুশি কেভিন। প্রিয়াঙ্কা-মালতীকে নিয়ে সংসার পেতেছেন নিক। জো এবং সোফির দুই সন্তান থাকা সত্ত্বেও নাকি নিক ও প্রিয়াঙ্কার মতো সংসার করার মনোভাব নেই তাদের মধ্যে, এমনটাই অভিযোগ জোনাস পরিবারের অন্য সদস্যদের।
নিক ও প্রিয়াঙ্কার মতো সংসারী হতে হবে, ক্রমাগত নাকি এই চাপের মুখে পড়েছেন জো ও সোফি। তারপর থেকে সোফি ও জোয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শেষমেশ পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত। যদিও জা সোফির সঙ্গে দারুণ সম্পর্ক প্রিয়াঙ্কার।
[caption id="attachment_191052" align="alignnone" width="1024"] প্রিয়াঙ্কা চোপড়া ও সোফি টার্নার[/caption]
এক সময় সোফি ভেবেও নিয়েছিলেন, জো এবং তিনি লন্ডনে সংসার পাতবেন। সেখানে তাদের সঙ্গে থাকবেন নিক-প্রিয়ঙ্কা। বিভিন্ন সময়ে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে প্রিয়ঙ্কা-সোফিকে। দুই জায়ের মধ্যে যে হৃদ্যতার সম্পর্ক রয়েছে, তা আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। ভাসুরের বিয়ে ভাঙায় প্রিয়ঙ্কা চিন্তিত তাদের দুই সন্তান ও সোফির জন্য।
জানা গেছে, সোফি এবং তার দুই সন্তানকে বড্ড ভালবাসেন প্রিয়াঙ্কা। তিনি চান না, কোনও ভাবে তাদের জীবনছন্দ এ ঘটনার ফলে বিঘ্নিত হোক। সেই কারণেই না চাইতেও নাকি সোফি-জোয়ের মাঝে জড়িয়ে পড়েছেন ‘দেশি গার্ল’।