২ রানে ৩ উইকেট হারানো ভারত জিতলো ৬ উইকেটে
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে শুরুতে চাপে পড়ে ভারত। ম্যাচের শুরুতে মাত্র ২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর বিরাট কোহলি ও কেএল রাহুল ১৬৫ রানের জুটিতে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
রোববার (৮ অক্টোবর) প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে ৪৯.৩ ওভারে মাত্র ১৯৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার ৪১ ও মিচেল স্টার্ক ২৮ রান করেন।
জবাবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে বিরাট কোহলির ৮৫ ও লোকেশ রাহুলের অপরাজিত ৯৭ রানে ভর করে ৫২ বল হাতে রেখেই ৬ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।