আর্কাইভ থেকে বাংলাদেশ

‘ভিক্ষাবৃত্তি আর টিসিবির লাইনে দাঁড়ানো একই কথা’

টিসিবির পেছনে লাইন দেয়াটা ভিক্ষাবৃত্তি।  জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না। সরকারকে উদ্দেশ্য করে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

আজ সোমবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, দ্রব্যমূল্য আজ শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে ঘোষণা দিয়ে এক কোটি লোককে টিসিবির খাবার দেবে সরকার। এইটাও একটা ভুল সিদ্ধান্ত। তার চেয়ে বরং দুই কোটি পরিবারকে রেশন দেয়ার মাধ্যমে খাবার পৌঁছে দেয়া হবে পরিবর্তনের কথা এইভাবে চিন্তা করতে হবে।

তিনি বলেন, আজ বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। সরকার নিশ্চয় দ্রব্য মূল্য কমাতে চান, পারছেন না। এইটা ব্যর্থতা। 

প্রবীণ এ রাজনীতিবিদ আরও জানান, ৭ই মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ নয়। এতে অনেকের অবদান রয়েছে। এ ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম' এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই।  

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন