আর্কাইভ থেকে ক্রিকেট

বড় হারের পর সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর সাকিব আল হাসান ‘ইতিবাচক’ ব্যাপারগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। বাংলাদেশ অধিনায়ক বড় হারের পর বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ের পর একই মাঠে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।  হারের পর সাকিব বলেন, ‘আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’’

বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করে টাইগার অধিনায়ক বলেন, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো করতে হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন