বিএনপি নেতা দুলু ও তাঁতী দলের আবুল কালাম আজাদ আটক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে এবং জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুদ্দিন দিদার জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দুলুর ব্যক্তিগত সহকারী রনি জানান, রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে আছেন।
জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ক্যান্সার আক্রান্ত। কিছু দিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। প্রতি সপ্তাহে তাকে কেমোথেরাপি দিতে হয়। এছাড়াও নিয়মিত অন্যান্য ওষুধও খেতে হয়। এ অবস্থায় তাকে আটকের ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন।
অপরদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার আরও জানান, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আজ রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।