আর্কাইভ থেকে ঢালিউড

প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী আর নেই

প্রভাবশালী প্রযোজক, পরিচালক ও পরিবেশক শফি বিক্রমপুরী আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন শফি বিক্রমপুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (১৮ অক্টোবর) ভোর ৪ টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ব্যাংককে যাওয়ার আগে গত জুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, তিনি যমুনা ফিল্ম কর্পোরেশনের কর্ণধার ছিলেন। ১৯৬২ সালে চলচ্চিত্রে তার আগমন। তিনি ডাকু মনসুর, বাহাদুর, রাজ দুলারি, সকাল সন্ধ্যা, দেন মোহর, সবুজ সাথী সহ অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক ছিলেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন