২ শতক পার করলো বাংলাদেশ
বিশ্বকাপে আজ বৃহস্পতিবার উড়তে থাকা ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আসরের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারত-বাংলাদেশ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন।
৪৩ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। এজন্য টাইগারদের হারাতে হয়েছে ৬ উইকেট।
তানজিদ ৫১ রান করেন ৪৩ বল খেলে। লিটন দাস আইট হন ৬৬ রান করে। মুশফিক করেন ৩৮ রান। হূদয় ১৬ রান করলেও শান্ত ৮ রান, মিরাজ ৩ রান করে মাঠ ছাড়েন।
আজকের ম্যাচে বাংলাদেশের জন্য এরই মধ্যে দুটি রেকর্ড হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ওপেনিং জোটিতে সর্বোচ্চ রান। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং রানের জুটি এখন তানজিদ-লিটনের। ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। আগের সর্বোচ্চ ছিল ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রান।
এরপর দ্বিতীয়টি হচ্ছে- সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান ছুঁয়েছেন মুশফিকুর রহিম।