আর্কাইভ থেকে দুর্ঘটনা

ট্রাক চাপায় ৪ জন নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ড্রাইভার ও ৩ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। এ দুর্ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. আলম ও মিজানুর রহমান নামে দুই জনের নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপর দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের চাপা দেয়। এতে অটোরিকশার ড্রাইভারসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। আশংঙ্কাজনক ২ জন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালকে ট্রাকসহ আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন