আর্কাইভ থেকে বাংলাদেশ

এক কোটি মানুষ পাচ্ছে বিশেষ কার্ড: প্রধানমন্ত্রী

স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে কম দামে পণ্য কিনতে আরও এক কোটি লোককে বিশেষ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কম দামে পণ্য কিনতে এ বিশেষ কার্ড দেয়া হবে।জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, যে ৩৮ লাখ মানুষকে টাকা দেয়া হচ্ছে, তারা তো থাকবে, তার বাইরে আরও এক কোটি লোককে দেয়া হবে টাকা। এছাড়া ৫০ লাখ লোককে একটা কার্ড দেয়া আছে সেটা থেকে তারা যাতে ১০ টাকায় চাল কিনতে পারে সেই ব্যবস্থা করা আছে।

শেখ হাসিনা বলেন, দেশে এখনও ১৮ লাখ মেট্রিকটন খাদ্য মজুত আছে। 

ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, কারো এতটুকু জমি যেন অনাবাদী না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবেই। সেটাই লক্ষ্য। তাতে যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করা সম্ভব।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন