টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
নিজেদের সবশেষ ম্যাচে অঘটনের শিকার হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশরা হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে আর নেদারল্যান্ডসের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্বাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে দুই দল।
শনিবার (২১ অক্টোবর) দুই দলের চতুর্থ ম্যাচে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। অন্যদিকে অসুস্থতার কারণে খেলছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়ছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রেসি ফন ডার ডুসন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোয়েটজে, কেশব মাহরেজ, কাগিসু রাবাদা ও লুঙ্গি এনগিডি।
ইংল্যান্ডের একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস আটকিনসন, মার্ক উড ও রিচ টপলে।