আমি যে উন্নয়ন করেছি, ৪০ বছরে কেউ পারেনি: মোরশেদ আলম এমপি
সেনবাগে আমি যে উন্নয়ন করেছি, গেলো ৪০ বছরে কেউ সেটি করতে পারেনি। আমি অসংখ্য রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা করে দিয়েছি। সব জায়গায় এসব উন্নয়ন এখন দৃশ্যমান। বললেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরশেদ আলম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের আবারও বিজয়ী করতে হবে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় এ সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন, ছাতারপইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সহসভাপতি আবদুল হাই, আবদুল মমিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কন্টাক্ট্রর, বিদ্যালয়ের দাতাসদস্য মো. সফিকুল ইসলাম, সদস্য নূর মোহাম্মদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল হোসেন মঞ্জু ও সাবেক ছাত্রনেতা জীবন চৌধুরী বক্তব্য রাখেন।