যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ অক্টোবর ) রাত ১২টার দিকে চিনিশপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে পূর্বে কোন মামলার ওয়ারেন্ট নেই। সকল মামলায় জামিনে আছে।
সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, আমাদের টিম এখনো বাইরে আছে। অপেক্ষা করেন, আমরা জানাবো আপনাদের।