আর্কাইভ থেকে ক্রিকেট

রিয়ালকে রুখে দিল রামোসের সেভিয়া

টানা ১৬ বছর রিয়াল মাদ্রিদের রক্ষণদুর্গ আগলে রেখেছিলেন। এবার সেই সের্হিও রামোস খেলেছেন রিয়ালের বিপক্ষে তা-ও আবার শৈশবের ক্লাবের হয়ে।  তাই তো সেভিয়া বনাম রিয়ালের ম্যাচে সবার নজর ছিল রামোসের ওপর।

শনিবার রাতে এমন ম্যাচে ছড়িয়েছে উত্তেজনাও। রামোস নিজেও জড়িয়েছেন সেই উত্তাপে। তবে একাধিকবার রিয়ালের আক্রমণ সামলে হয়েছেন সেভিয়ার ত্রাতাও। শেষ পর্যন্ত রিয়ালকে রুখেও দিয়েছেন। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

এদিন রামোস শুধু সেভিয়ার রক্ষণই আগলাননি, রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে ‘লড়াইয়ে’ও জড়িয়েছেন। স্প্যানিশ তারকাকে দেখা গেছে আন্তোনিও রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র ও এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে বিরোধে জড়াতে।

ম্যাচে সাবেক পিএসজি ডিফেন্ডারের শরীরী ভাষা ছিল বেশ আগ্রাসী। দেখে মনেই হয়নি আবেগপ্রবণ কোনো ম্যাচ খেলতে নেমেছেন। যেভাবে জুড বেলিংহাম-ভিনিসিয়ুসদের সামলেছেন, মনে হয়েছে রামোস যেন লিওনেল মেসিকে সামলাচ্ছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন