আর্কাইভ থেকে ক্রিকেট

হার দিয়ে মৌসুম শেষ করলো মেসির মায়ামি

বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে ইন্টার মায়ামিতে ফিরেও তাদের ভাগ্য বদলাতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক। লিগের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে হেরেছে ১-০ গোলে।

রোববার ভোরে মেজর লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ পুরো ৯০ মিনিট মাঠে থেকেও সেই ম্যাচটি জয় তুলতে পারেননি মেসি। শার্লটের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শেষ করতে হয় তাকে।

ম্যাচের ১৩ মিনিটেই শার্লটকে এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার কারউইন ভার্গাস। পোল্যান্ডের রাইট উইঙ্গার কামিল জোজুইকের পাস থেকে গোল করেন তিনি। ম্যাচজুড়ে অবশ্য আধিপত্য করেছে মায়ামি। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু পায়নি গোলের দেখা।

এই হারে ৩৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে থাকলো মায়ামি। সব মিলিয়ে লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে মেসির দল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন