ফুচকা দিয়ে সাজানো পুজো প্যান্ডেল!
পুজোর ঠাকুর দেখতে বেরোলেই আগে বাইরের খাবার খেতেই হবে। এই বাইরের খাবারের লিস্টে সবার আগে যেটা থাকে সেটা হল ফুচকা। ফুচকা ছাড়া বাঙালির উৎসব যেনো অসম্পূর্ণ। কিন্তু এবারের টলে বা খাবারের দোকানে নয়, আস্ত একটা মণ্ডপ সাজানো হয়েছে ফুচকা দিয়ে। ভারতের কলকাতার বেহালার নতুন পল্লী ক্লাব এই অভাবনীয় ভাবনাটি ফুটিয়ে তুলেছে।
প্যান্ডেল জুড়ে থরে থরে ফুচকা সাজানো। প্রতিটা স্টলের আবার ভিন্ন ভিন্ন নাম। রয়েছে টক জলের হাড়ি। শুধু তাই নয় গোটা প্যান্ডেল তৈরি হয়েছে শালপাতার মোড়া বাটি আর ফুচকা দিয়ে।
শুধু ফুচকা দিয়েই সারা হয়েছে প্যান্ডেলের সমস্ত কারুকার্য। তালপাতার বাটির মধ্যে রাখা হয়েছে এক একটি ফুচকা। প্রতিমাও কিন্তু অপরুপা। এই প্যান্ডেলের প্রতিমা দেখলে চোখ ফেরানো যাবে না।
রয়েছে বড় চাকি আর বেলুন। এই অসাধারণ শিল্প কর্ম দেখতে ইতোমধ্যেই ভিড় জমে গেছে প্যান্ডেলটিতে। পুজো পড়তেই মানুষের ভিড়ে থিক থিক করছে মণ্ডপ। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে এই মন্ডপে।
সবকিছু মিলিয়ে একেবারে অভাবনীয় পরিকল্পনার এই মণ্ডপটি মানুষের নজর কেড়ে নিয়েছে। বেহালার নতুন পল্লী ক্লাবের এই পুজো মুগ্ধ করেছে সকলকে।
Believe it or not!
A Durga pujo pandal decorated using mouth watering Phuchka/Golgappa/Panipuri!
Kolkata's Behala Notun dal club has done this unthinkable thing!!! pic.twitter.com/i8nwRFhRJQ
— Sourav || সৌরভ (@Sourav_3294) October 19, 2023