আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছিল। এখন তা উঠা-নামার মধ্যে রয়েছে। এরই মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৮৮ হাজার। তবে করোনা পরিস্থিতি গত দিনের চেয়ে একটু খারাপ। বেড়েছে মৃত্যু ও শনাক্ত।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এর আগের দিন ছিল ১৮ লাখ ৬৬ হাজার। ২৪ ঘণ্টায় মারা গেছে ছয় হাজার ৫ জন। এর আগের দিন ছিল ৫ হাজার ৬১৭ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

বিশ্বজুড়ে আজ শুক্রবার (৪ মার্চ, ২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৮২৪ জন। মারা গেছেন ৬০ লাখ ৮৮ হাজার ৭০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৭৬৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন