ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন সাকিব
জয় দিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টানা তিন হারের এখন টিকে থাকাই কষ্ঠসাধ্য সাকিব বাহিনীর। ঘুরে দাঁড়ানোর মিশনে লাল-সবুজের সামনে এবার দক্ষিণ আফ্রিকা।
মুম্বাইয়ের ওয়ংখেড়েতে এ ম্যাচে টস জিতে শুরুতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।